স্টাফ রিপোর্টার : সারাদেশে পেট্রোল বোমা মেরে নিরিহ জনসাধারণকে পুড়িয়ে হত্যা এবং অর্থনীতি ধ্বংসের প্রতিবাদে আজ শুক্রবার বিকালে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মুক্তাগাছা উপজেলা শাখা ও হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদ মুক্তাগাছা শাখা । ময়মনসিংহ- উত্তরবঙ্গ সড়কের পাশে প্রেসক্লাবের সামনে পৃথক মানববন্ধনে বক্তব্য রাখেন উভয় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ । বক্তব্য রাখেন ,সত্য স্বপন চক্রবর্তী ,সাবেক গণ পরিষদ সদস্য মুক্তিযদ্ধের সংগঠক খোন্দকার আব্দুল মালেক শহীদৃল্লা , উপজেলা আ’লীগের সহ সভাপতি আজিজুল হক ইদু, শহর আ’লীগের সভাপতি আক্কাস আলী, এড. ইদ্রিস আলি এমবিএম জহিরুল, দেবাশীষ ঘোষ বাপ্পী , অধ্যক্ষ স্বপন দাস, অধ্যাপক তাপস সাহা , রীনা পাল, রুমি দাস, চন্দন সাহা, সিদ্দিকুজ্জামন সিদ্দিক ব্রজ গোপল দাস শ্যামল , লিটন , বাঘম্যান , মনির হোসেন প্রমুখ ।
ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ): হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের মানববন্ধন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন