photo

শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

মুক্তাগাছায় ৫৬ প্রহরব্যাপী কীর্তন অনুষ্ঠিত


মুক্তাগাছায় ৫৬ প্রহরব্যাপী কীর্তন অনুষ্ঠিত G মুক্তাগাছায় হিন্দু ধর্মীয় উৎসব অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আট দিনরাত ব্যাপী হরিনাম ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে । ছাপান্ন প্রহর মাঠ মন্দিরে ৪ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত কীর্তনে দেশ বিদেশের কীর্তনীয়া ও হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের ঘটে মিলন মেলা। ৭২তম এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তাগাছার এমপি ও তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি , উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়া, পৌরসভার মেয়র আব্দুল হাই আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ । উৎসব উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনে বসে মেলা । মেলায় ধর্মীয় উপকরণ, বই-পুস্তক ,প্রসাধনী ,শিশুদের খেলনাসহ নানা পণ্য স্থান পায় । ছবি ক্যপশণ , মুক্তাগাছা (ময়মনসিংহ) পদাবলী কীর্তন পরিবেশন করছেন শিল্পী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন