photo

বুধবার, ১৮ মার্চ, ২০১৫

মুক্তাগাছার হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন


ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বিকালে অতিরিক্ত প্রথম দায়রা জজ আদালতের বিচারক শারমীন নিগার এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- নিহত জ্যোৎস্না বেগমের স্বামী ও মুক্তগাছা মহীষতারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৫৪)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মহীষতারা গ্রামের সুরুজ আলীর ছেলে ইদ্রিস আলী (৪৩), জাহেদ আলীর ছেলে হোসেন আলী (৫৮), বন্দে গোয়ালিয়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ইউনুস আলী (৫৯) ও নিহতের শাশুড়ি সুরুজ আলীর স্ত্রী জমিরণ বেগম (৭৪)। মামলার বিবরণীতে জানা গেছে, ২০০০ সালের ১৯ ফেব্রুয়ারি পারবারিক কলহের জেরে স্বামী আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় আসামিরা স্ত্রী জ্যোৎস্নারা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। ওই দিনই নিহতের ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন