photo

বুধবার, ৪ মার্চ, ২০১৫

মুক্তাগাছায় জেএমবি সদস্যকে আদালতে সোপর্দ


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত জাগ্রত মুসলিম জনতা (জেএমবি’র) তালিকাভূক্ত সদস্য আব্দুস ছামাদকে (৩৫) ওরফে দর্জি ছামাদ গ্রেফতার করে আজ বুধবার আদালতে সোপর্দ করেছে । গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি দুল্লা ইউনিয়নের চরকাটি এলাকা থেকে গ্রেফতার করে । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান , রাজ মাহমুদের পুত্র আব্দুস ছামাদকে মামলা নং ৮(২)১৫ বিশেষ ক্ষমতা আইনের ধারায় গ্রেফতার করা হয় । জানা যায় , জেএমবি’র সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের সহযোগী ছিলো দর্জি ছামাদ। ২০০৬ সালের ৬ মার্চ মুক্তাগাছার দুল্লা ইউনিয়নের রামপুর থেকে র‌্যাব বাংলাভাইকে গ্রেফতার করে । তৎপরবর্তীতে র‌্যাব বাংলা ভাইয়ের সহযোগী আব্দুস ছামাদকেও গ্রেফতার করে । আব্দুস ছামাদ ৩ বছর কারাভোগ করে বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছিলেন বলে তার পরিবারের দাবী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন