photo

সোমবার, ৯ মার্চ, ২০১৫

মুক্তাগাছায় হারিয়ে যাচ্ছে ভেদা মাছ


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় হারিয়ে যাচ্ছে ভেদা মাছ । জানা যায়, প্রাকৃতিক বিপর্যয়সহ নানা কারণে মুক্তাগাছাসহ সারাদেশে হারিয়ে যাচ্ছে সুস্বাদু এই মাছ । অনেকটা কই মাছের মতো দেখতে ভেদা মাছ স্থানীয় ভাবে নন্দই ,মেনি বা রয়না নামে পরিচিত । এক সময় মুক্তাগাছাসহ দেশের বিভিন্ন পুকুর ডোবা তথা জলাশয়ে প্রচুর পরিমানে পাওয়া যেতো । বর্তমানে এদের অস্তিত্ব হুমকির মুখে । ভেতা মাছের বৈজ্ঞানিক নাম Nandus nandus । বড় আকারের মুখের মাছটির দেহের রং কালচে সবুজ । হলুদ সবুজের ডোরাকাটা মাছটির লেজ গোলাকার । আকারে সর্বোচ্চ প্রায় ১৮ সেন্টিমিটার হয় । খাল- বিল , হাওর- বাওড় , নদী ছাড়াও বর্ষাকালে ধান পাট ক্ষেত্রে ঝাকে জাকে দেখা মেলতো এই মাছের । মাংশাসী এই মাছ জলজ পোকা মাকড় ও ছোট মাছ খেয়ে জীবন ধারন করে থাকে । এদের পোনা ধ্বংস ও আবাসস্থল নষ্ট হওয়ায় এই মাছ এখন বিপন্ন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন