photo

বুধবার, ১৩ মে, ২০১৫

মুক্তাগাছায় বাসের ছাঁদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ- উত্তরবঙ্গ সড়কের ময়মনসিংহে মুক্তাগাছায় মুক্তাগাছার রসুলপুর এলাকায় যাত্রীবাহী বাসের ছাঁদ থেকে পড়ে গিয়ে আহত কৃষি শ্রমিক জয়নাল আবেদীন (২০) আজ বুধবার হাসপাতালে মারা গেছেন । গতকাল মঙ্গলবার তিনি আহত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, নিহত কৃষি শ্রমিক জয়নাল উপজেলার দাওগাঁও ইউনিয়নের বাসিন্দা । এব্যাপাারে থানায় মামলা হয়েছে । #################################################################################আরো খবর###################################### বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জসিট দাখিলের প্রতিবাদে ও অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহ শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবকদল। বুধবার দুপুরে শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবকদলের মিছিলটি বের হয়ে শহর প্রদিক্ষণকালে নতুনবাজার ট্রাফিকমোড়ে পুলিশ বাধা দেয়। এরপরে মিছিলটি ঘুরে গঙ্গাদাস গুহ রোডের দিকে গেলে বাতিরকল মোড়ে পুলিশের বাধায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। পরে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম-সম্পাদক কাজী রানা ও শাহ শিব্বির আহম্মদ বুলু সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম এবং স্বেচ্ছাসেবকদলের জেলা সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম। বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। ###################################################################################################### রাজধানী ঢাকার বনানী থেকে দু’ব্যবসায়ী বেলাল হোসেন (৩২) ও আমির হোসেন রুবেলকে (২৩) অপহরণের ঘটনায় অপহরণ চক্রের মূল হোতা ফারুক হোসেন ওরফে গফুর স্যারসহ (৩২) ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৩ মে) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মোবাইল ফোনের মাধ্যমে জেলার তারাকান্দা উপজেলার একটি ভবনের থাই গ্লাসের কাজ দেওয়ার কথা বলে ঢাকার বনানীর এম এ মান্নান গ্লাসে নামে এক ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত ওই দু’ব্যক্তিকে গত ১৯ এপ্রিল ডেকে আনে ফারুক হোসেন ওরফে গফুর স্যার (৩২)। পরে তারা তারাকান্দা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ এলাকার পরিত্যক্ত মাদ্রাসা ঘরে আটকে তাদের হত্যার হুমকি দিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। এ ঘটনায় গত ২১ এপ্রিল ব্যবসায়ী আমির হোসেন রুবেলের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর মঙ্গলবার (১২ মে) বিকেলে শহরের বড় বাজার এলাকা থেকে ফারুক হোসেন ওরফে গফুর স্যারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলপুর থানায় অভিযান চালিয়ে আব্দুল কাদির (৬৫), মো. ফারুক হোসেন (৪৮), মো. ফরহাদ (৩৮), সাইফুল ইসলাম ওরফে কাইল্ল্যাকে (২২) গ্রেফতার করা হয়। ওই রাতেই তাদের স্বীকারোক্তি নিয়ে গাজীপুরের হোতাপাড়া মনিপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ রূপচান আলী (৩২), বাবুল মিয়া (৪০) ও তাহমিনা আক্তারকে (২৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপহরণ চক্রের মূল হোতা ফারুকের কাপড়ের ব্যাগ থেকে একটি মোবাইল ফোন, ৭ টি সীমকার্ড, শাতাধিক বিভিন্ন থাই গ্লাস হাউসের কার্ড ও চুক্তিনামা ফরম ও একটি চাকু জব্ধ করা হয়। ডিবির ওসি ইমারত হোসেন গাজী জানান, এ চক্রটি অন্য তিনটি ঘটনায় অপর ৩ জনকে একই কায়দায় অপহরণ করে মোট ৫ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন