মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে । গতকাল সোমবার রাতে ৫ আসামীকে গ্রেফতার করে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে । ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীরা হলেন, রিফাত , পিতা ইসমাইল, পাড়াটঙ্গী, শরিফুল ইসলাম , পিতা রুস্তম আলী, চক লাঙ্গুলিয়া, মোসলেম , পিতা ইয়ারউদ্দিন , কৃষ্টনগর । মারামারি মামলায় গ্রেফতারকৃতরা হলেন, জাহাঙ্গীর পিতা, আন্নেছ, কলাদিয়া, আবুল কালাম কালু পিতা রাজ্জাক , বেরুলিয়া ।মুক্তাগাছা থানার এসআই সাইদুর ইসলাম জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্তরা মাদকসহ জিআর মামলার আসামী । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে ।
photo
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬
মুক্তাগাছায় ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার
মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে । গতকাল সোমবার রাতে ৫ আসামীকে গ্রেফতার করে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে । ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীরা হলেন, রিফাত , পিতা ইসমাইল, পাড়াটঙ্গী, শরিফুল ইসলাম , পিতা রুস্তম আলী, চক লাঙ্গুলিয়া, মোসলেম , পিতা ইয়ারউদ্দিন , কৃষ্টনগর । মারামারি মামলায় গ্রেফতারকৃতরা হলেন, জাহাঙ্গীর পিতা, আন্নেছ, কলাদিয়া, আবুল কালাম কালু পিতা রাজ্জাক , বেরুলিয়া ।মুক্তাগাছা থানার এসআই সাইদুর ইসলাম জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্তরা মাদকসহ জিআর মামলার আসামী । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন