
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় সিএনজি চালিত অটো রিকশা ছিনতাইয়ের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ । গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার খিলগাতি থেকে তাদের গ্রেফতার করা হয় । এসময় পুলিশ ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার এবং ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটর সাইকেল আটক করেছে ।
গ্রেফতারকৃতরা হলেন, রনি (৩০) সাং পাহাড়পুর , মদন নেত্রকোণা,আনারুল (২০) রনি(২০) , নাদিম (১৯)সাং আকুয়া , ময়মনসিংহ, বাবু(২০), পাটগুদাম, ময়মনসিংহ, ইমন (২০) , হালুয়াঘাট , ময়মনসিংহ, রাজন (২২) বিষ্ণুপুর , সুনামগঞ্জ ।
মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা তাদের চক্রের একজনকে দিয়ে নেত্রকোণার মোহনগঞ্জের সিএনজি চালিত অটোরিকশাটি ভাড়া নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে মুক্তাগাছায় নিয়ে আসে । খিলগাতি এলাকায় আসলে সিএনজি ড্রাইভার আলামানি টের পেয়ে চিৎকার শুরু করে । পুলিশ ঘটনাস্থলে এলে আরো ৩জন সহযোগী তাদের ব্যবহৃত আরেকটি মোটর যোগে পালিয়ে যায় ।
এসআই সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : থানায় রাখা উদ্ধারকৃত সিএনজি চালিত অটোরিকশা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন