
মনোনেশ দাস : ময়মনসিংহে ময়মনসিংহে মুক্তাগাছায় এক ভাষা সৈনিকের বাসায় চুরি সংঘটিত হয়েছে । একুশের রাতে (শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে) এ ঘটনা ঘটে । শহরের নন্দিবাড়ির বাসিন্দা ভূক্তভোগী ভাষা সৈনিক ও সাবেক গণপরিষদ সদস্য খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লা জানান, চোর তার ব্যবহৃত দুইটি মোবাইল সেট ও তার পূত্রবধূর গলায় পরিহিত স্বর্ণের চেইন নিয়ে যায় । এব্যাপারে আজ রবিবার বিকালে তিনি বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । উল্লেখ্য যে , সম্প্রতি মুক্তাগাছায় চোরের উপদ্রপ বেড়েছে । মহারাজা রোড,মাড়োয়ারী পট্রি , মেইনরোডসহ একাধিক এলাকায় দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন