
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ । আজ বৃহস্পতিবার ভোরে পৌর এলাকায় পাইকাশিমুল এলাকায় নিজ বাড়ি থেকে ঘাতক স্বামী মৃত আইনউদ্দিনের পুত্র জালাল উদ্দিনকে (৬০) গ্রেফতার করে থানায় এনেছে পুলিশ । মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই ) ওয়াজেদ আলী জানান, গতকাল বুধবার বেলা ১২ টার দিকে পাইকাশিমুল এলাকার বাসিন্দা জালাল উদ্দিন ধারালো দা দিয়ে তার স্ত্রী মোছাম্মদ মইফুল ময়নাকে (৫০) কুপিয়ে জখম করে । গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ হাসপাতালে নেয়া হলে বিকাল ৩টার দিকে কর্মরত ডাক্তার ময়নাকে মৃত ঘোষনা করেন ।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । হত্যার দায়ে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ এবং এব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী গ্রেফতার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন