photo

শনিবার, ২১ মে, ২০১৬

মুক্তাগাছায় ইউপি নির্বাচনে ৭৩ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ


মনোনেশ দাস : ময়মনসিংহের মুক্তাগাছায় আসন্ন ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯৬টি ভোট কেন্দ্রের ৭৩টি কেন্দ্রকে ঝুঁকির্পর্ণ হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন । তন্মধ্যে ৪০টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ন ।আজ শনিবার বেলা ১টারয় উপজেলা নির্বাচন কমিশন আয়োজিত সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো : আলিমুজ্জামান এতথ্য উপস্থাপন করেন । আর কে হাইস্কুলের হলরুমে মতবিনিময় সভায় জানানো হয়, মুক্তাগাছার ১০টি ইউনিয়নে ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী , ১২৯ জন সংরক্ষিত মহিলা এবং ৪৩২ জন মেম্বার নির্বাচনে অংশ নিয়েছেন । নির্বাচন উপলক্ষে ২ হাজার ২শ জন প্রিজাইডিং এবং পোলিং অফিসারকে ট্রেনিং প্রদান করা হয়েছে । ৯৬ জন প্রিজাইডিং ৬৯০ জন সহকারী প্রিজাইডিং এবং ১২৬০ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে । প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের এসআই-১ জন, এএসআই-১ জন, কনস্টেবল পাঁচজন,আনসার ব্যাটালিয়নের অস্ত্রসহ তিনজন সদস্য ও লাঠিসহ ১২ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। এছাড়াও পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ান আনসার, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন। ১০টি ইউনিয়নে মোট ভোটার ২লাখ ৬০ হাজার ৪শ ৮৯ জন । তন্মধ্যে পুরুষ ১লাখ ৩০ হাজার ৮শ ৪৪জন এবং মহিলা ১লাখ ২৯ হাজার ৬শ’ ৫জন । মতবিনিময় সভায় মুক্তাগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাহমুদুল আলম, সাংবাদিক মনোনেশ দাস, ফেরদৌস আলম, এম ইউসুফ ,সাইফুজ্জামান দুদু, রাশিদুল আলম শিমুল , তাজুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস,নকুল চন্দ্র দে পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন