photo

শুক্রবার, ১৭ জুন, ২০১৬

মুক্তাগাছায় নেশা খেয়ে শান্তিভঙ্গ অত:পর জেল


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় নেশা খেয়ে মাতলামির অভিযোগে এলাকাবাসী আইনাল হক (৪০) এক ব্যাক্তিকে পুলিশে সোপর্দ করে । পুলিশ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত শুক্রবার বেলা ১২টায় তিন মাসের বিনাশ্রম কারান্ডের ঘোষণা করে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।এলাকাবাসী জানান, সাত নম্বর ঘোগা ইউনিয়নের ঘোগা গ্রামের মৃত মহর আলীর পুত্র আইনাল হক পেশায় রিকশা চালক । সারাদিন রিকশা চালানোর পর রাত হলেই নেশা খেয়ে (গাঁজা) দীর্ঘদিন ধরে প্রতিরাতে এলাকাবাসীর শান্তি ভঙ্গ করতে থাকে । এরই ধরাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নেশাগ্রস্থ হয়ে স্থানীয় মসজিদে ঢুকে মুসুল্লিদের অত্যাচার করে । মসজিদের ইমাম অসহ্য হয়ে ঘটনার প্রেক্ষিতে মাইকিং করে স্থানীয়দের জানান । এলাকাবাসী এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন ।মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান জানান, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয় । ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নয়ন আইনাল হকের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে রায় ঘোষণা দেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন