photo

সোমবার, ২৭ জুন, ২০১৬

ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল মালিককে জরিমানা


মনোনেশ দাস : ময়মনসিংহ শহরের ব্রীজ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক বেসরকারী প্রাইভেট হাসপাতাল মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে । আজ সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মোঃ এরশাদ উদ্দিন এই জরিমানা করেন । মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ শহরের ১০৬/২ ব্রীজের মোড় নিও লায়লা প্রাইভেট হাসপাতাল এর মালিক শাহনাজ পারভীনকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিং ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ এর ১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। । অভিযানে মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসআই/২১৩০ মোঃ আব্বাস উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন