photo

শনিবার, ২ জুলাই, ২০১৬

মুক্তাগাছায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় ঈদ- উল -ফিতর উপলক্ষে ৩ শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । শনিবার বেলা ১২ টায় স্বপ্ন কুড়ি অটিষ্টিক বিদ্যালয়ের উদ্যোগে বিতরণ করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জুলকার নায়ন । জমিদারবাড়ি সংলগ্ন আটানী বাড়ি রোডে স্বপ্ন কুড়ি অটিষ্টিক বিদ্যালয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভাপতিত্ব করেন স্বপ্ন কুঁড়ির প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী । অতিথি হিসাবে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন-অর- রশিদ, ডেন্টিস্ট আইনাল হক, ডা, কল্লোল সাহা, সাংবাদিক মনোনেশ দাস,ফয়সাল রাব্বাী তনিম, মাহিমানুল ইসলাম, শর্মিলা সাহা প্রমুখ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন