photo

সোমবার, ১১ জুলাই, ২০১৬

মুক্তাগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় নন্দীবাড়ি পূর্বপাড়া গ্রামে সোমবার সকালে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, নন্দীবাড়ি পূর্বপাড়া গ্রামের আব্দুল আওয়ালের আড়াই বছর বয়সী ছেলে মোহাম্মদ সিয়াম বাড়ির পাশে খেলার সময় পানিতে পড়ে যায়। পরে দীর্ঘ সময় সিয়ামের কোন খোঁজ খবর না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে সকাল ৯টায় মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন স্বজনেরা । কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন বলে হাসপাতাল সূত্র জানায় । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন