
মনোনেশ দাস : ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে টঙ্গী আসার উদ্দেশ্যে পথভূলে হারিয়ে গিয়ে শিশুটি এখন ময়মনসিংহে মুক্তাগাছায় ।আজ রবিবার সকাল সাড়ে ১০টায় মেয়ে শিশুটিকে মুক্তাগাছা থানায় আনা হয়েছে ।
শিশুটি জানায়, তার নাম মনিকা (৮) , বাবা মোস্তফা ঢাকায় ভ্যান রিকশা চালক, মা হাসিনা মানুষের বাসায় কাজ করে । সে ঢাকার আরামবাগ বালুরমাঠ মাদ্রাসায় ১ম শ্রেণীর ছাত্রী ।
মনিকা তার হারিয়ে যাওয়ার বিষয়ে জানায়,গতকাল শনিবার সকালে টঙ্গিতে বসবাসরত সন্তানসম্ভবা বড় বোন খাদিজাকে দেখতে বাসার উদ্দেশ্যে ঢাকার রেল স্টেশনের একটি ট্রেনে উঠে পড়ে । এরপর সে টঙ্গি রেল স্টেশন খুঁজে না পেয়ে ময়মনসিংহ রেলস্টেশনে নামে । ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে এক পর্যায়ে ময়মনসিংহে অবস্থানরত একটি সিএনজি অটোরিকশা যোগে মুক্তাগাছায় আসে ।
মুক্তাগাছায় দেখা হয় তারাটি মধ্যপাড়ার বাসিন্দা জাকির হোসেন রনি ও সাইদুল ইসলামের সাথে ।পরে তারা তাকে রবিবার সকাল সাড়ে ১০ টায় থানা কার্যালয়ে নিয়ে আসেন ।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশিদুল হাসান মোবাইল (০১৭৬৫০৫০২১১)জানান, উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে মুঠোফোনে বিষয়টি অবগত করা হয়েছে ।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
ছবি ক্যাশণণ, ঢাকায় হারিয়ে গিয়ে শিশু এখন মুক্তাগাছায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন