
মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় শহরে ঈদের ছুটির কারনে রাস্তাঘাট কিছুটা ফাঁকা ।  বিপণি বিতানগুলোতে চলছে ধুমধাম বেচাকেনা। মঙ্গলবার সকাল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত হালকা ও মাঝারি বৃষ্টির কারণ কেনাকাটায় দুর্ভোগ পোহতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের । 
পৌরসভার বিভিন্নস্থানে রাস্তা সংস্কারের কারণে পানি আটকে কোথাও হাটু আবার কোথাও কোমড় পানি । স্থায়ী জলাবদ্ধতার রুপ নিয়েছে । তারপরও বৃষ্টি উপেক্ষা করে লোকজন শেষ মুহূর্তে প্রয়োজনীয় কেনাকাটা সারছেন। 
মুক্তাগাছা শহরের দরিচারআনি বাজার,বড় মসজিদ রোড, মহারাজারোড, মাড়োয়ারি পট্রিসহ বিভিন্ন এলাকায় পোশাকের দোকানগুলোতে ঈদের তিন দিন আগে  উপছে পড়া ভিড় দেখা গেছে।
২দিন ধরে সকাল থেকে মুক্তাগাছায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে । বৃষ্টি উপেক্ষা করে দুল্লা, বড়গ্রাম, তারাটি, কুমারগাতা, বাঁশাটি, মানকোন, ঘোগা, দাওগাঁও, কাশিমপুর ও খেরুয়াজানি ইউনিয়ন থেকে কেনাকাটা করতে এসে ভিতে জুবুথুবু হয়েছেন অনেকে। মাঝারিও ভাড়ি বৃষ্টির সময় দোকানগুলিতে ক্রেতাদের ঠাঁয় দাঁড়িয়ে থাকেতে দেখা গেছে ।
বৃষ্টির কারণে খোলা আকাশের নিচে বসা দোকান পলিথিনে ঢেকে রাখতে হচ্ছে । ক্ষুদ্র বিক্রেতারা বলছেন, কী করব ভাই, বৃষ্টি আল্লার হুকুম। না হল এখন খুব ভালো বেচা কেনা হত। তারপরও মার্কেট ও রাস্তায় ব্যাপক বেচাকেনা হতে দেখা গেছে।
মুক্তাগাছা(ময়মনসিংহ) : রাস্তায় জমে যাওয়া পানি উপেক্ষা করে চলছে কোনাকাটা
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন