photo

সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

ময়মনসিংহে হাজার ব্যাটারি অটো বাড়ছে যানজট


মনোনেশ দাস : ময়মনসিংহে আচমকাই শ’য়ে শ’য়ে ব্যাটারি চালিত অটো ঢুকে পড়েছে শহরটায়। হাজারেরও বেশি। গতি বেড়েছে ঠিক। কিন্তু উপরি পাওনা যানজটের সমস্যা মেটাবে কে? ময়মনসিংহ পৌর শহরে ব্যাটারি অটো নিয়ে বিতর্ক মাথাচাড়া দিচ্ছে ক্রমশ। এমনিতে ব্যাটারি চালিত যাত্রিবাহী গাড়ি অটোর লাইসেন্স নিয়ে প্রভূত পানিঘোলা হচ্ছে জেলা জুড়ে। এই গাড়ি স্বীকৃতি ছাড়াই অদক্ষ চালক দিয়ে চলছে। শহর পথে তো বটেই, এমনকী শহর ছাড়িয়ে ময়মনসিংহ-মুক্তাগাছা, ময়মনসিংহ-ত্রিশাল,ময়মনসিংহ-শম্ভুগঞ্জসহ অনেক রাস্তা ছাড়াও জেলার বিভিন্ন এলাকাতেও ছুটে বেড়াচ্ছে ওই গাড়ি। জেলা ট্রাফিকের ইন্সপেক্টর মাহবুব বলেন, “পরিকল্পনাবিহীন ভাবে শহরটা বেড়ে উঠেছে। ফলে সঙ্কীর্ণ রাস্তায় যানজট লেগেই থাকে। তার মধ্যে ব্যাটারি অটো গাড়ি নতুন সমস্যা তৈরি করেছে। কোনও রকম আলোচনা ছাড়াই শহরের পথে অবৈধ ওই গাড়ি। যদিনও এই ট্রাফিক বিভাগ এই ব্যাটারি অটো চলাচলে নিয়মিত মাসোহারা আদায় করছে বলে অভিযোগ রয়েছে । ময়মনসিংহ পৌরসভায় গত কয়েক বছরে নতুন কোনও রাস্তা তৈরি হয়নি। যে সমস্ত রাস্তা রয়েছে, বেদখল হয়ে যাওয়ায় তা-ও সঙ্কীর্ণ হয়ে পড়েছে। এই গাড়ি যত্রতত্র দাঁড় করিয়ে রাখায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের যানজট লেগেই থাকে । ক্রেতারা ওই দোকানগুলির সামনে এলোমেলো ভাবে মোটর বাইক-চার চাকা দাঁড় করিয়ে রাখার ফলে যান চলাচলে ভয়ঙ্কর অসুবিধা হয়। ফুটপাথ বলে কিছু নেই। সেই সঙ্গে নিয়ন্ত্রণহীন রিকশার দাপট, ট্রাফিকের নিয়মের তোয়াক্কা না করা বেপরোয়া মোটর বাইকের দৌরাতœ, চার চাকা গাড়িব্যাপক যানজটে ভুগছে শহর। এই অবস্থায় পৌরসভা কর্তৃপক্ষ ব্যাটারি অটো চলাচলে নিষেধাজ্ঞা না করায় যানজটের কফিনে শেষ পেরেক ঠুকেছে বলে ক্ষোভ উগরে দেন শহরের সচেতন নাগরিকগণ । শহরে এখন ৫ সহশ্রাধিক ব্যাটারি অটো চলে। রিকশা প্রধান শহরে ব্যাটারি অটোর উপকারিতা অস্বীকার করছেন না শহরবাসী। এক লহমায় শহরের গতি যেন বেড়ে গিয়েছে হঠাৎ। রিকশা চালকদের একচেটিয়া জুলুমবাজিও কমেছে। কিন্তু ব্যাটারি অটোর নির্দিষ্ট কোনও রুট এবং স্ট্যান্ড না থাকায় সমস্যা হচ্ছে। জনবহুল মোড়গুলিতে ব্যাটারি দাঁড়িয়ে যানজট তৈরি করছে। আগামী দিন ব্যাটারি অটোর রুট এবং ভাড়ার তালিকা প্রকাশ্যে টাঙিয়ে দেওয়ার দাবী ভূক্তভোগীদের। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, জায়গার অভাবে শহরের মধ্যে ব্যাটারি বাইকের স্ট্যান্ড করা যাচ্ছে না। ব্যাটারি চালিত অটোবাইক সমিতির মালিক শ্রমিকরা বলেন, এদিক-ওদিক গাড়িগুলো দাঁড়িয়ে থাকায় সমস্যা হচ্ছে। কিন্তু আমরাই বা কী করব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন