
স্টাফ রিপোর্টার : “উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’ এই শ্লোগান নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় উদ্বোধন হলো দিন ব্যাপী আয়কর মেলা।
বৃহস্পতিবার বেলা ১১টায় মঙ্গলবার মুক্তাগাছাস্থ আঞ্চলিক সমবায় ইন্সস্টিউট প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি, আঞ্চলিক সমবায় ইন্সস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ।
মেলা উদ্বোধনের পর আঞ্চলিক সমবায় ইন্সস্টিউট এর হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ কর অঞ্চলের উপ কর কমিশনার আলাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , অতিরিক্ত সহকারী কর কমিশনার সার্কেল ৬ ময়মনসিংহ এটিএম একরামুল হক, আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আ্যাডভোকেট এম মাহবুব আলম খান, ময়মনসিংহ সদর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বার্তা সম্পাদক মনোনেশ দাস , মো: ফজলুল হক প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, আয়কর দেয়া মানে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করা। একটি দেশ যখন এগিয়ে যায় তখন অনেক কিছুরই দরকার হয়। যা পুরোটাই জনগনকে দিতে হয় এই আয়করের মাধ্যমে। আয়কর দেয়া দেশের নাগরিকদের কর্তব্য। ত্রদেশ আমরা স্বাধীন করেছি ত্রদেশটাকে আমরাই গড়ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন