photo

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

মুক্তাগাছায় সন্ত্রাস বাল্যবিয়ে প্রতিরোধে শপথ


মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় উপজেলাকে সন্ত্রাস , নাশকতা ,জঙ্গীবাদ ও বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলাসহ ১০ ইউনিয়ন এবং পৌরসভায় একযোগে হাজারো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটরিয়ামে সন্ত্রাস , নাশকতা ,জঙ্গীবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধে কর্মসূচির উদ্ধোধন করেন, প্রধান অতিথি মুক্তাগাছার সাংসদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এএসএম জাকারিয়া হারুন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকায় নায়ন, ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরিফ, আওয়ামীলীগ সহ সভাপতি আজিজুল হক ইদু মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম, থানার ওসি (তদন্ত) মাহবুব প্রমুখ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন