photo

রবিবার, ৭ মে, ২০১৭

আজীবন আপনাদের সন্তান হয়ে পাশে থাকব মুক্তাগাছায় এমপি মুক্তি


মনোনেশ দাস : মুক্তাগাছায় ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি মুক্তাগাছায় বিভিন্ন গ্রামে প্রলযংকরী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা রবিবার পরিদর্শন করেছেন। এ সময় তিনি ঘোগা, দুল্লা, বড়গ্রাম ইউনিয়ন এলাকার ক্ষমিগ্রস্থ জনগণের প্রতি তাঁর গভীর মমত্ববোধ ও সমবেদনা জানান।’পরিদর্শন কালীন সময়ে এমপি মুক্তি অসহায় দুর্গত মানুষকে নিজের বুকে আগলে নিয়ে সাহস জোগান।’ তিনি বলেন আমি মুক্তাগাছার সন্তান হিসাবে আপনাদের কথা দিচ্ছি আমি এমপি থাকি আর নাই থাকি আজীবন আপনাদের সন্তান, ভাই, বন্ধু হয়ে আপনাদের পাশে থাকব। মুক্তাগাছাবাসী সে সময় আবেগ জড়িত কন্ঠে বলেন, আমরাও আপনার ডাকে যে কোন সময় আপনার পাশে থাকব আমরাও সর্বদাই প্রস্তুত আমাদের সন্তান হিসাবে সুদিনে -দুর্দিনে সাদরে বরণ করে নিতে। এ কথার মধ্য দিয়েই ঝড়ে ক্ষতিগ্রস্থ তথা মুক্তাগাছাবাসীর মন জয় করে নিলেন সেতুবন্ধনের বাঁধনে বাঁধলেন মুক্তাগাছাবাসীকে সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি । ’ রবিবার ঘূর্ণিঝড়ে রওয়ারচর বাজারে নিহত পুকুরিয়া মৈশাদিয়ার বাসিন্দা মজিদের পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেন এরআগে হাতিল, ঘোগা, দুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়ে খোঁজ খবর নেন। ওই এলাকাসমূহ পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে তাঁর নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ লক্ষাধিক টাকা বিতরণ করেন। মানুষের ক্ষতি দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। অপরদিকে ক্ষতিগ্রস্থ মানুষ এমপিকে কাছে পেয়ে নতুন করে বাঁচার প্রেরণা পান।’ পরিদর্শনকালে এমপি সাধারন মানুষের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। সালাহ্ উদ্দিন মুক্তি এলাকার বয়স্ক ও শিশুদের খোঁজ- খবর নেন । প্রশাসনের কর্মকর্তাদের ক্ষতিগ্রস্থদের তালিকা করে সার্বিক সাহায্য- সহযোগীতার আশ্বাস দেন । ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা এমপি পরিদর্শন কালে, জেলা পরিষদ সদস্য জোসনারা মুক্তি, ইউএনও জুলকার নায়ন,উপজেলা পরিদের ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, থানার ওসি আখতার মোর্শেদ, ত্রাণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, জাতীয় পার্টি নেতা শামছুদ্দিন আহমেদ মাষ্টার, আতাউর রহমান লেবু, ইউপি চেয়ারর‌্যান কামরুজ্জামান লেবু প্রমুখ উপস্থিত ছিলেন । উপজেলা প্রশাসন সূত্রে জানা শনিবার রাতে মুক্তাগাছার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ৩ কোটি টাকার মূল্যমাণের সম্পদ ক্ষতিগ্রস্থ হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন