photo

রবিবার, ১৭ মার্চ, ২০১৯

মুক্তাগাছা চেচুয়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ এলাকায় ইউএনও


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ । আজ রবিবার উপজেলার দুল্লা ইউনিয়নের চেচুয়া এলাকা পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সুবর্ণা সরকার , থানার ওসি আলী আহম্মেদ মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ । ক্ষতিগ্রস্থরা পাবেন সরকারি সহযোগীতা । প্রসঙ্গত, গতকাল শনিবার রাতে উনিয়নের চেচুয়া বাজার এলাকায় রাত সাড়ে ৮টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । ঘটনায় বাজার সংলগ্ন ১০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪০ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও বাজার ব্যবসায়ী সূত্রে জানা যায়, একটি তুলার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অথবা বিড়ির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে ফার্নিচার, ওযার্কশপ, তুলার গোডাউন, মুদি দোকানসহ ১০ দোকান ভষ্মীভূত হয়। মুক্তাগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসির উদ্দিন জানান, ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন