
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থীর সমর্থকের দোকান ভাংচুরের অভিযোগে প্রতিবাদ হয়েছে ।
শনিবার রাতে (২২ মার্চ) মুক্তাগাছা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও বড়হিস্যা বাজার মেইনরোডে প্রতিবাদ সভা করেছে নেতা- কর্মীরা ।

প্রতিবাদ সভায় বলা হয়, শহরের আটানি বাজার ছোট মসজিদেও সামনে প্রতিপক্ষ আনারস মার্কার প্রার্থীও কর্মীদেও হামলায় শহর আওয়ামীলীগ সদস্য ও সাবেক কমিশনার আব্দুস ছামাদের দোকান ভাংচুর করা হয়েছে । কর্মসূচীতে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুবুল আলম মনি, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে প্রমুখ বক্তব্য রাখেন ।
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন