photo

মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশদ্বারে পানি


স্টাফ রিপোর্টার : সামান্য বৃষ্টিতেই ময়মনসিংহ সিটি এলাকার রাস্তাঘাটের দৈন্য অবস্থা ফুটে উঠেছে। বর্ষা দাপিয়ে না এলেও শহরের অলিগলি তো বটেই, ক্ষোদ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং আদালতের প্রবেশদ্বারের রাস্তা পানি-কাদায় ভরে উঠেছে। এরাস্তা দিয়ে সরকারি চাকুরিজীবি, আইনজীবিসহ জেলার ১৩ উপজেলার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন । গতকাল সোমবার রাতে বৃষ্টির পর আজ মঙ্গলবার সকাল থেকেই বিকাল পর্যন্ত রাস্তার এহাল দেখে বিরক্ত হন ভূক্তভোগীরা। ঐদিও এসব কাজ না করার জন্য দুষছেন সংশ্লিষ্টদের। যদিও প্রতিবছর পত্র- পত্রিকায় অনেক লেখালেখির পরও এমন বহু রাস্তারই শ্রী ফেরেনি। তাদের অভিযোগ, খানা-খন্দ তো আছেই, এই বর্ষায় সেই সব রাস্তায় গর্তে পানি জমে গিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন