
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ মঙ্গলবার পালিত হয়েছে। মঙ্গলবার সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। এসময় শহীদদের স্মরণে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা , মুক্তাগাছা পৌরসভা রক্তিম স্বাধীনতা পাদদেশ পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, সহকারী কমিশনার (ভূমি) রাজিব উল আহসান,ওসি আলী আহমদ মোল্লা, পৌরসভা ১নং প্যানেল মেয়র রিয়াজ উদ্দিন সিরাজ G
শহীদদের স্মরণে শহরের শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মুক্তিযোদ্ধা সংসদ , রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।।
পরে শহরের আরকে হাইস্কুল খেলার মাঠে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন