photo

সোমবার, ৪ মার্চ, ২০১৯

ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় ময়মনসিংহে মিলাদ ও দোয়া


স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার শহীদ সাহাবুদ্দিন মিলনায়নে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদে সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু,এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. ইকরামুল হক টিটুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাবেক কাউন্সিলর , কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন নেতৃবৃন্দ মানুষ অংশ নেন । এ সময় ওবায়দুল কাদেরের দ্রুত রোগ মুক্তি কামনা করে দোয়ায় অংশ নেন তারা । দোয়া পরিচালনা করেন, ইমাম হযরত মাওলানা তোফাজ্জল হোসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন