photo

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

মুক্তাগাছার ইট ভাটা মালিক নুরু গ্রেফতার


মুক্তাগাছার বানারপাড় এলাকায় রাতের আঁধারে বনবিভাগের কাঠ কেটে ইটভাটায় পোড়ানোর সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গজারি কাঠসহ ইটভাটার মালিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার বন বিভাগ, পুলিশ ও এপিবিএন’র একটি টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতার ইটভাটার মালিকের নাম নুরুল হুদা সরকার নুরু। তিনি স্থানীয় বানারপাড় এলাকার মোরাদ ব্রিকস এর মালিক। তিনিসহ বেশ কয়েকজন ব্রিকস ব্যবসায়ী প্রভাব বিস্তার করে মধুপুর বনের এরিয়ার ভেতরে ইটভাটা স্থাপন করে দীর্ঘ দিন ধরে বনের কাঠ সাবাড় করে ইট পোড়াচ্ছিল বলে অভিযোগ রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সুবর্ণা সরকার সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে ওই ইট ভাটার মালিক বনের কাঠ পুড়িয়ে আসছিল। এ খবর পেয়ে বুধবার রাতে বন বিভাগ, পুলিশ ও আর্মড পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে চার ট্রাক গজারি কাঠ জব্দ করা হয়। কাঠগুলো দেশের তৃতীয় বৃহত্তম বনভূমি ঐতিহ্যবাহী প্রাকৃতিক বন মধুপুর বনের গজারি গাছ বলে জানায় বন বিভাগ। এসময় ইট ভাটার মালিক ব্যবসায়ী নুরুকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ বন বিভাগের রসুলপুর রেঞ্জের রেঞ্জ অফিসার (ভারপ্রাপ্ত) ও রসুলপুর বিট অফিসার সাব্বির জাহাঙ্গীর বলেন, “ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, বন বিভাগ, এপিবিএন ও পুলিশের সহযোগিতায় মোরাদ ব্রিকস থেকে ৩৫০ সিএফটি মধুপুর বনের চোরাই গজারি কাঠ উদ্ধার করে। এ সময় ওই ব্রিকস ফিল্ডের মালিক নুরুল হুদা সরকার নুরুকে গ্রেফতার করা হয়। আসামি মুক্তাগাছা থানায় রয়েছে। বন আদালতে মামলার প্রক্রিয়া চলছে।” মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বৃহস্পতিবার দুপুরে বলেন, “আসামি আমাদের হেফাজতে রয়েছে। বন আদালতে মামলার প্রক্রিয়া চলছে। ওই এলাকার মেসার্স শরীফ ব্রিক্স থেকেও ওই রাতেই পুলিশ পৃথক অভিযান চালিয়ে বনের গজারি কাঠ উদ্ধার করেছে। পরে জব্দকৃত কাঠ ময়মনসিংহ বনবিভাগের হেফাজতে নেয়া হয়েছে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন