photo

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

মুক্তাগাছার মন্ডা স্বাদের তারিফ মার্কিন রাষ্ট্রদূতের


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিখ্যাত মুক্তাগাছার মন্ডা আজ বিশ্বের দরবারে উদ্ভাসিত। মঙ্গলবার বিকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মান্যবর আর্ল রবার্ট মিলার মুক্তাগাছা সফরে এসে জমিদার বাড়ী ঘুরে দেখার পর পায়ে হেঁটে মন্ডার দোকানে উপস্থিত হন। তাঁকে মন্ডা তৈরির প্রক্রিয়া দেখানো হয় এবং এই অসাধারণ মিষ্টির অতীত ইতিহাস বর্ণনা করা হয়। বংশ পরম্পরায় মন্ডার ঐতিহ্য ধারণ করে রাখার জন্য মান্যবর মার্কিন রাষ্ট্রদূত বর্তমান মালিকগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাঁকে প্রচলিত প্রথায় মন্ডা পরিবেশন করা হলে তিনি এর রসাস্বাদন করে অনন্য স্বাদের তারিফ করেন। পরিশেষে তিনি পরিদর্শন বইতে প্রশংসাসূচক মন্তব্য লিখে স্বাক্ষর করেন বলে জানান, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা সরকার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন