
মনোনেশ দাস : ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রজীবনে মুক্তাগাছায় এসেছিলেন । জানান তার সহপাঠী মুক্তাগাছার মহিলা ও শিশু চিকিৎসক জ্যোৎস্না মাহবুব খান । জ্যোৎস্না মাহবুব খান ঢাকা টাইমসকে বলেন, লোটে শিরিংয়ের সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজে এসসাথে লেখাপড়া করেছি । আমার একমাত্র মেয়ে ইসরাত জাহান খান প্রমি যখন শিশু তখন তিনি মুক্তাগাছায় লোটে শিরিং এসেছিলেন আরো কিছু সহপাঠী নিয়ে । লোটে শিরিং শান্তপ্রিয়, সুন্দর মনের মানুষ বলেও জানান, মুক্তাগাছা প্রমি হাসপাতালের মালিক ডাক্তার জ্যোৎস্না মাহবুব খান ।
লোটে শিরিং এর সহপাঠী জয়নাল আবেদীন টিটু বলেন, আমার সহপাঠী , আমার বন্ধু লোটে শেরিং যার পাশে বসে অনেকগুলো বছর একসাথে ক্লাস করেছি Gray, Guyton, Robbins, Katzung, Baily & Love, Jaffcoat, Davidson পড়েছি । আজ তিনি এসেছেন রাষ্ট্রীয় অতিথি হয়ে ।
আরেক সহপাঠী ডা. অসিত মজুমদার জানান, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং যখন আমার ময়মনসিংহ মেডিকেলে পড়তে এসেছিল, তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি ডাক্তারী পড়ছ কেন?
উত্তরে বলল, " আমার মানুষের সেবা করার ইচ্ছা।ভাবলাম MONK হব। পরে দেখলাম ডাক্তার হলে সেবা করার সুযোগ আরও বেড়ে যায়। তাই ডাক্তারী পড়ছি।
প্রসঙ্গত, ডা. লোটে শেরিং ছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ২৮ ব্যাচের শিক্ষার্থী। প্রধানমন্ত্রী হওয়ার পর সহপাঠী চিকিৎসকসহ স্মৃতিবিজড়িত কলেজ ক্যাম্পাস দেখতে ময়মনসিংহে আসছেন পহেলা বৈশাখ ি। এখন তিনি বাংলাদেশে অবস্থান করছেন ।
ভাল লাগলো
উত্তরমুছুনহ্ম
উত্তরমুছুন