photo

সোমবার, ২৯ জুলাই, ২০১৯

মুক্তাগাছায় পৌর মেয়র কাউন্সিলরদের পদত্যাগ দাবি


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগ এবং পৌর এলাকার আওতাধীন বিভিন্ন এলাকায় ময়লা ও আর্বজনামুক্ত এবং জলাবদ্ধতা হ্রাসে পৌরসভা কার্যালয়ের সামনে ঘেরাও ও মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । সোমবার পৌরবাসী একর্মসূচী পালন করে । ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের নাপিতখোলা থেকে পৌরসভা কার্যালয় পর্যন্ত মানববন্ধন এবং পৌরসভা কার্যালয় ঘেরাও কর্মসূচীতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি ও সাধারণ সম্পাদক একিউএম লুৎফর হায়দার রাসেল । কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা অংশ নেন। নেতৃবৃন্দ বলেন, পৌর পরিষদের সীমাহীন অযোগ্যতা ও অবহেলায় শহরের রাস্তাঘাটগুলো ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও অসহনীয় যানযটের কারণে পৌর নাগরিকদের ভোগান্তি চরম আকার ধারন করেছে। পৌর নাগরিকরা সকল প্রকার ট্যাক্স পরিশোধ করা সত্ত্বেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এভাবেই চলতে থাকলে এমন পৌর পরিষদের দরকার নেই। তাদের পদত্যাগ করা উচিত বলে দাবি করেন, মানববন্ধনে অংশগ্রহনকারী নেতৃবৃবৃন্দ । কর্মসূচীতে মুক্তাগাছা পৌরসভার মূল ফটকে ময়লা ফেলে প্রতিবাদ জানান, , পৌর-পরিষদ ঘেরাও কর্মসূচী পালন করে। সেই সাথে ৭২-ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। ৭২- ঘন্টার মধ্যে সমস্যার সমাধান না হলে, পৌর- মেয়র এবং প্যানেল মেয়র এ-র বাড়ি ঘেরাও সহ জুতা মিছিল, ঝাড়ু মিছিল করার আলটিমেটাম দিয়ে সকল বক্তারা বক্তব্য প্রদান করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন