স্টাফ রিপোর্টার : অধ্যক্ষ হিসাবে এবার জন্মভূমি মুক্তাগাছায় বদলী হয়ে শহীদ স্মৃতি সরকারি কলেজে এসেছেন অধ্যাপক আলী ইদ্রিস । এরআগে তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ্ কলেজে অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন । মুক্তাগাছার কৃতি সন্তান আলী ইদ্রিস শহীদ স্মৃতি সরকারি কলেজে আশির দশকে ছাত্র ছিলেন ।
০১ আগস্ট সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা বাংলাদেশ সচিবালয়ের ওই প্রজ্ঞাপনে আলী ইদ্রিসকে শহীদ স্মৃতি সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
তিনিই প্রথম ব্যক্তি যিনি মুক্তাগাছার প্রথম কোন সরকারি কলেজের অধ্যক্ষ। অপরদিকে তিনিই প্রথম জন্মভূমিতে সরকারি কলেজের অধ্যক্ষ । এত বড় বিশাল গৌরব ছিনিয়ে আনায় অধ্যাপক আলী ইদ্রিসকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছে মুক্তাগাছাবাসী।
প্রসঙ্গত, অধ্যাপক আলী ইদ্রিস ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, সিলেটের মুরারি চাঁদ সরকারি কলেজ, নেত্রকোণা সরকারি কলেজ, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে সুনামের সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেন।
ময়মনসিংহের মুক্তাগাছা শহরের সরদা কিশোর রোডের বাসিন্দা আলী ইদ্রিসের সহধর্মীনিও একজন কলেজ শিক্ষক । তারা ২ সন্তানের জনক- জননী ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন