photo

বুধবার, ৭ আগস্ট, ২০১৯

১ দিনও আমাকে জেল খানায় রাখতে পারে নাই


স্টাফ রিপোর্টার : ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে কোন লাভ নেই । সত্যের জয় অনিবার্য । আমি অপরাধী নয় বলে ১ দিনও আমাকে জেল খানায় রাখতে পারে নাই। মন্তব্য করেছেন মুক্তাগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী । বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এমন্তব্য করেন । এদিন স্থানীয় রিপোর্টার এনামুল হক ফেসবুক নিজের ওয়ালে মুর্শিদা আক্তার কাকলীকে ট্যাগ করে লিখেছেন,জামিনে মুক্তি পেলেন মুক্তাগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী । প্রসঙ্গত, সোমবার বিকালে (৫ আগস্ট)শহরের হৃদয় মোড়স্থ বাসা থেকে মুর্শিদা আক্তার কাকলীকে গ্রেপ্তার করে পুলিশ । থানা পুলিশ জানায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলীর নামে হৃদয় মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তিনি এটি পরিচালনা করেন। ২০১৮ সালের জুন মাসে উপজেলার দুল্লা ইউনিয়নের ভালুকচাপড় গ্রামের এক নারীকে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর ঘটনা ঘটে । এঘটনায় কাকলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা হয় । এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে । মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার তাকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন