স্টাফ রিপোর্টার : “সকলের হাত পরিচ্ছন্ন থাক”, “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুক্তাগাছায় “জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৯” ও “বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯” পালন করা হয়েছে ।
বৃহস্পতিবার এউপলক্ষে মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মুক্তাগাছার যৌথ উদ্যোগে, উপজেলা পরিষদ চত্ত্বরে হতে র্যালী হয় । র্যালী শেষে হাত ধোয়া প্রদর্শন ও শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটরিয়ারে (উপজেলা পরিষদ সভা কক্ষ) জাতীয় স্যানিটেশন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সুবর্ণা সরকার, উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা, ময়মনসিংহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বিশেষ কারণে ঢাকা থাকায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, কে এম খালিদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মোঃ নায়েব আলী খান, উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মুক্তাগাছা, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), মুক্তাগাছা, ময়মনসিংহ । মোঃ আরব আলী, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মুক্তাগাছা, ময়মনসিংহ । মোঃ ফয়জুর রহমান ভুইয়া, উপজেলা কৃষি অফিসার, মুক্তাগাছা, ময়মনসিংহ । আলী মাহমুদ, অফিসার ইনচার্জ, মুক্তাগাছা থানা, ময়মনসিংহ । সুবহা তালহা, টেকনিক্যাল স্পেশালিষ্ট, এপি মুক্তাগাছা ও মুক্তাগাছা সাউথ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ । মোঃ আলমগীর হোসেন, জুনিয়র প্রজেক্ট অফিসার, ইসলামিক রিলিফ বাংলাদেশ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন