স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং শিশুসহ ৫জন আহত হয়েছে । রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার সীমান্তবর্তী ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কের কুমারগাতা ইউনিয়নের গন্ধর্বপুর এলাকায় একটি যাত্রিবাহী সিএনজি চালিত অটোরিকশা এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এদুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন, মুক্তাগাছার বাসিন্দা মধুপুর পৌরসভার উপ সহকারী প্রকৌলশী ও হায়দর আলী বীর বিক্রমের পুত্র হারুন অর রশিদ (৪৮) ও অজ্ঞাত ৩৬ বছর বয়সী এক নারী । আহত শিশুসহ ৫ জন যাত্রিকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । আহত নিতরা সকলেই সিএনজির যাত্রি ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুক্তাগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, যাত্রিবাহী সিএনজি অটোরিকশাটি ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিল । ঘটনাস্থলের একটু আগে থেকে সিএনজিটি একটি ট্রাককে ওয়ারটেক করতে যায় । এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই সিএনজির ২জন যাত্রি মারা যান । এসময় সিএনজির চালক ও শিশুসহ আরো ৫জন যাত্রি আহত হয় । আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে । ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো এবং সংশ্লিষ্ট ঘটনায় মামলা হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন