পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

মুক্তাগাছায় দুই অটোচালককে কারাদণ্ডাদেশ


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ২ জন সিএনজি অটোরিকশা চালককে ৩ দিন করে কারাদন্ডাদেশ এবং অপরাপর দোষী সংশ্লিষ্ট চালক ও যাত্রীদের বিভিন্ন অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিষয়টি জানান ।এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান। সহকারী কমিশনার ভূমি মুক্তাগাছা জানান, মুক্তাগাছা উপজেলার ছত্রাশিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত যাত্রী (৫-৭ জন) পরিবহন করায় ২ জন সিএনজি অটোরিকশা চালককে ৩ দিন করে কারাদণ্ড, এছাড়া অন্য চালক ও যাত্রীদের বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। প্রসঙ্গত, গত রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার সীমান্তবর্তী ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কের কুমারগাতা ইউনিয়নের গন্ধর্বপুর এলাকায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্সে তিনজন নিহত হন । এরআগেও একই রকম একাধিক দুর্টনায় হতাহতের ঘটনা ঘটে ।সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান বলেন, সময় এবং টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না।তাই জনসেবায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।

২টি মন্তব্য: