পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

মুক্তাগাছায় সড়ক সচেতনতা বেড়েছে


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান, থানা ও ট্রাফিক পুলিশের তীক্ষ্ণ নজরদারির কারনে সড়ক সচেতনতা বেড়েছে ।এতে সড়কে কমেছে দুর্ঘটনা । কমেছে হতাহতের ঘটনাও । যে কারণে স্বাভাবিক ভাবেই উজ্জীবিত করেছে উপজেলা প্রশাসন ও পুলিশকে। সচেতন মহল জানান, সড়ক দুর্ঘটনা এড়াতে কড়া আইন যেমন জরুরি, তেমন জনমানসে সচেতনতাও প্রয়োজন।এক সময় হরহামেশাই দেখা যেতো - যানবাহনের বেপরোয়া চলাচল, অসচেতনদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারে ।তবে, আগের তুলনায় সড়ক দুর্ঘটনা এখন অনেক কমেছে । কমিয়ে আনার পিছনে আইনের কড়াকড়ি বেড়েছে ও সচেতনতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে । মুক্তাগাছার অনেক নাগরিকেরা এখনও অনেকেই সড়ক নিরাপত্তা নিয়ে সচেতন নন। সচেতনতা বাড়লে দুর্ঘটনা ও মৃত্যুর হার আরও কমানো সম্ভব বলে মনে করছেন অভিজ্ঞমহল । মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার জানান, গত 13 জানুয়ারি মুক্তাগাছার নতুন বাজার মোড়ে মোট ২৭টি মোটর সাইকেল যাত্রাপথে থামানো হয়। এর মধ্যে ২৫জন চালকের ড্রাইভিং লাইসেন্স ও মোটর বাইকের রেজিস্ট্রেশন ছিল। তারা নিয়মানুযায়ী মাথায় হেলমেট পরে ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানানো হয়। বাকি ২ জনের লাইসেন্স ও আনুষঙ্গিক কাগজপত্রাদি না থাকায় "সড়ক পরিবহন আইন ২০১৮” এর নির্ধারিত ধারা মোতাবেক জরিমানা আরোপ করা হয়। ২৭ জনের মধ্যে ২৫ জনের লাইসেন্স ও মোটর বাইকের লাইসেন্স, ইন্স্যুরেন্স -- সকল কাগজপত্র সাথে থাকা এবং যাত্রাপথে হেলমেট পরিধান করা প্রমান করে যে সড়ক সচেতনতা বেড়েছে। আনন্দের কথা, দিন বদলাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন