স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী জোৎসনা বেগম নামের এক নারীকে হত্যা মামলার প্রেক্ষিতে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বৃহস্পতিবার গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে ।গ্রেপ্তাররা হলেন, কামরুজ্জামান, রফিকুল ইসলাম, কামাল হোসেন, শামলা খাতুন, বেদেনা খাতুন, লিলি আক্তার, সিদ্দিক মিয়া ও শামছুন্ননাহার। এর আগে মৃত জোৎসনা বেগমের মা শাহিদা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার বরাত দিয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আলী জানান, গত দশ বছর আগে উপজেলার বিরুদবাড়ি মালপুল এলাকার আ. রহিমের কন্যা জোৎসনার সঙ্গে একই উপজেলার ঘোষবাড়ি এলাকার আবু হানিফের বিয়ে হয়। গত ৬ মাস আগে স্বামী বিদেশে যান। এরপর থেকে পাশের বাড়ির ভ্যান চালক কামরুজ্জামানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন গৃহবধূ জোৎসনা বেগম। সে বর্তমানে ৫ মাসের অন্ত:সত্ত্বা। সেই সঙ্গে কামরুজ্জামানকে বিয়ে করতে চাপ দেন ওই গৃহবধূ। এরই জেরধরে গতকাল রাতে কামরুজ্জামান তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করেন গৃহবধূর পরিবার। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জোৎসনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায় । ঘটনাস্থল থেকে আলামত ওড়না জব্দ করা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন