স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় লটারীর মাধ্যমে ১০ জন দুঃস্থ মহিলা শ্রমিক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে । বৃহস্পতিবার মুক্তাগাছার বড়গ্রাম ইউনিয়ন পরিষদে এবং তারাটি ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট সকল সদস্যদের উপস্হিতিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের RERMP (Rural Employment and Road Maintenance Programme) প্রকল্পের আওতায় কাজ করার জন্য লটারীর মাধ্যমে যথাক্রমে ২০ জন দুঃস্থ মহিলা শ্রমিক বাছাই করা হয় ও ২০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে । মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানান । উল্লেখ করেছেন,
গ্রামীণ কর্মসৃজন ও রাস্তা রক্ষণাবেক্ষণ (RERMP) কর্মসূচিতে তিনটি বিষয় রয়েছে।
(i) রাস্তা রক্ষণাবেক্ষণ,
(ii) বৃক্ষরোপণ এবং
(iii) স্ব-কর্মসংস্থানের সুযোগের প্রশিক্ষণ।
কর্মসূচিতে দুস্থ নারীরা গুরুত্বপূর্ণ পল্লী রাস্তাগুলি সারা বছর ধরে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করে যার ফলে যোগাযোগের জন্য উপযুক্ত গ্রামীণ অর্থনীতিতে অগ্রগতি নিশ্চিত হয়। এছাড়া এ প্রকল্পে কাজ করা নারীদেরকে উৎপাদনমূলক কর্মকাণ্ডে দক্ষ করে তোলা হয় এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে স্ব-কর্মসংস্থানে উদ্বুদ্ধ ও উপযুক্ত করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন