photo

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

মুক্তাগাছায় চাল আত্মসাত , জড়িত ডিলারদের খোঁজা হচ্ছে


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ দশ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাসহ তিন ডিলারের বিরুদ্ধে মামলা এবং এক ডিলারকে তিনদিনের সাজা দেওয়া হয়েছে। উপজেলার ৮ নম্বর দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মজনু সরকারের ছোট ভাই ডিলার গুলশান সরকারকে তিনদিনের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান এ দণ্ড দেন। অপরদিকে চাল আত্মসাতের অভিযোগে দাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন মামুন ও তারাটি ইউনিয়নের দুই ডিলার ফরিদ ও শফিকুল ইসলাম বিপ্লবের নামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুফি আফজালুর আলম বাদী হয়ে পৃথক মামলা করেন। মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গুলশান সরকারকে জেলে পাঠানো হয়েছে। অপর তিনজন পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এর আগে বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গুলশানের কাছ থেকে দশ টাকা দরের ৩০ কেজি ওজনের ১১ বস্তা চাল, ইফতেখারের কাছ থেকে ৪৭ বস্তা এবং ডিলার ফরিদ ও শফিকুলের কাছ থেকে ২১ বস্তা চালসহ মোট ৭৯ বস্তা চাল উদ্ধার করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান বলেন, “মুক্তাগাছার বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজির চাল মজুদের খবরে অভিযান চালানো হচ্ছে। এর সঙ্গে জড়িত ডিলারদেরও খোঁজা হচ্ছে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন