photo

রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

মুক্তাগাছায় বিদ্যুৎস্পৃষ্টে পিতা- পুত্রসহ ৩ জনের মৃত্যু


 স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় ঘরের চাল মেরামত করতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে কাঠ মিস্ত্রি পিতা- পুত্র এবং অবৈধ সংযোগ নিতে গিয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

আজ রবিবার ( সেপ্টম্বর) দুপুর আড়াইটার দিকে বড়গ্রাম ইউনিয়নের কোনাগাও এবং গতকাল শনিবার বিকালে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের সুবর্ণখিলা (কেজাইকান্দা) গ্রাম এলাকায় পৃথক এঘটনা ঘটে । 

নিহত ইলেকট্রিক মিস্ত্রি মৃত হানি মিয়ার পুত্র নজরুল (৪২) এবং কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩০) ও তার ৮ বছর বয়সী পুত্র মো: এনায়েত হোসেন  । 

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল মিয়া তার শিশু পুত্র এনায়েতকে সঙ্গে নিয়ে পাশ^বর্তী মছর আলীর ঘরের চাল মেরামতের কাজ করছিল । এসময় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল । হঠাৎ বিদ্যুৎ সংযোগ সরবরাহ করা হলে, ঘটনাস্থলেই পিতা- পুত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান । ঘরের ভেতর বিদ্যুতের তার ছিড়ে গিয়ে বা নষ্ট হয়ে আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে ।

অপরদিকে বড়গ্রাম ইউনিয়নের কোনাগাও গ্রামে স্থানীয় আব্দুল মজিদের মিটার বিদ্যুৎ কর্তৃপক্ষকে না জানিয়ে স্থানান্তর করতে যায় মিস্ত্রি নজরুল । মিটার সংযোগ শেষে একপর্যায়ে মেইন লাইনের খুঁটির উপরে ওঠে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারে গিয়ে সে ঝুলে থাকে।  

মুক্তাগাছা থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, আজ রবিবার (৫ সেপ্টেম্বর) পিতা- পুত্র মৃত্যুর ঘটনায় মুক্তাগাছা থানায় ইউডি মামলা হয়েছে । নজরুলের লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন