photo

মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

মুক্তাগাছায় সরকারি হাসপাতালে হচ্ছে বিনা মূল্যে সিজারিয়ার অপারেশন


 মনোনেশ দাস : মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে সিজারিয়ান অপারেশন হচ্ছে। 

গত তিন মাসে ২৭ জন গর্ভবতী মায়ের সফল সিজারিয়ান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ২৭ জন নবজাতক ভূমিষ্ঠ হয়েছে সরকারি এই হাসপাতালে।

সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ঔষধসহ সকলকিছুই হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে। রোগীর স্বজনদের কোনো টাকাপয়সা ব্যয় করতে হয়নি বলে সুবিধাভোগীরা জানিয়েছেন।

মুক্তাগাছা  জানান, গত বছরের ২৮ সেপ্টেম্বর থেকে হাসপাতালে বিনা মূল্যে সিজারিয়ান অপারেশন হচ্ছে। ২৭ জন গর্ভবতী মায়ের সফল সিজারিয়ান অস্ত্রোপচার করে সেপ্টেম্বরে ১ জন, অক্টোবরে ৮জন, নভেম্বরে ৯ জন এবং ডিসেম্বরে ৯ জন নবজাতক ভূমিষ্ঠ হয়েছে । 

জানা যায়, বেসরকারি হাসপাতালে এবং প্রাইভেট ক্লিনিক থেকে গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশন এবং চিকিৎসা বাবদ খরচ কমপক্ষে ১৮ থেকে ২০ হাজার টাকা । অনেক দরিদ্র গর্ভবতী মায়েরা টাকার অভাবে সিজারিয়ান অপারেশ থেকে বঞ্চিত হতে হয় ।

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, গর্ভবতী মায়ের স্বাভাবিক প্রসব এবং সিজারিয়ান অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হয়। তিনি গর্ভবতী নারীদের নিয়মিত গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার আহবান জানান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন