পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

মুক্তাগাছায় সরকারিভাবে এক বছরে সাত সহ¯্রাধিক মানুষ পেলেন চক্ষু চিকিৎসা


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠিত কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রমের আওতায় সরকারিভাবে চক্ষু সেবা পেয়েছেন সাত হাজার একশত বায়ান্ন জন মানুষ । 

জানা যায়, গত বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে সরকারিভাবে এই চক্ষু চিকিৎসাকেন্দ্রের আওতায় এসুবিধা দেয়া হয় । দুইজন অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট (চক্ষু সংক্রান্ত প্রশিক্ষিত নার্স ) উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রোগীর যাবতীয় তথ্য সংযুক্তির মাধ্যমে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন । সরকারি খরচে রোগীদের প্রাথমিক চিকিৎসা, ওধুষ এবং চশমা প্রদান করা হয় মুক্তাগাছা কমিউনিটি ভিশন সেন্টার থেকেই । 

এই সুবিধা সৃষ্টির ফলে মুক্তাগাছার দরিদ্র মানুষের অন্ধত্ব নিবারণ হচ্ছে বলে জানান, আয়ুর্বেদিক চিকিৎসক শম্পা রায় দাসসহ অনেকেই। 

মুক্তাগাছা হাসপাতালে কর্মরত অপথ্যালমিক নার্স শাহনাজ পারভিন ও আনার কলি জানান, ২৩ ফেব্রুয়ারি থেকে কমিউনিটি ভিশন সেন্টারের চক্ষু চিকিৎসাকেন্দ্রে ৭ হাজার ১শ’ ৫২ জন চক্ষু রোগীর চিকিৎসা দেয়া হয়েছে । গড়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগী চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা নিতে আসেন । শুক্রবার সরকারি বন্ধ । এছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আমাদের ইউনিট খোলা থাকে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন