স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় এক কিশোরকে জিম্মী করে তার ব্যবহৃত মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ডাকবাংলোর মাঠে এঘটনা ।
ভূক্তভোগী উপজেলার আধপাকিয়া এলাকার বাসিন্দা তোতা মিয়ার পুত্র মো ঃ আল আমিন (১৫) ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ করেন, বন্ধুর গায়ে হলুদ উপলক্ষ্যে মুক্তাগাছা শহরের আসি । একটি দোকানে কেক বানানোর অর্ডার দিয়ে ফিরছিলাম । সন্ধ্যার দিকে মেইনরোড ডাক বাংলোর সামনে আসি । এসময় দ্জুন ছিনতাইকারি খুর নিয়ে আসে । তারা আমাকে জিম্মী করে ডাকবাংলোর ভেতরে নিয়ে যায় । এসময় আমার ব্যবহৃত মোবাইলটি ( ভিভো উয়াই ২০) ছিনতাই করে নিয়ে যায় । কাছেই মুক্তাগাছা থানা । বিষযটি থানা পুলিশকে জানিয়েছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন