photo

শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

মুক্তাগাছায় দুই মাদক কারবারি গ্রেফতার


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টার দিকে গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে । গ্রেফতাররা হলেন, শহরের মনিরামবাড়ির বাসিন্দা আসাদুল ইসলাম ভূট্রো (৩৮) ও তার সহযোগী ঈশ^রগ্রামের বাসিন্দা মাজাহারুল ইসলাম মাজা (২৪)।

মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে শহরের মনিরামবাড়ি মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক কারবারি এই দুইজনকে গ্রেফতার করা হয় । এসময় মাজাহারুল ইসলাম মাজার নিকট থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।   গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন