স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় সন্ত্রাসীরা অতর্কিত একটি বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাংচুর , টাকা- পয়সা, মোবাইল ও স্বর্ণালংকার লুট, বৈদ্যুতিক মিটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন এবং নারীসহ কমপক্ষে ৬ জনকে মারধরের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা ।
শুক্রবার (৭ জানুয়ারি)দিবাগত রাত আড়াইটার দিকে মেইনরোড বড়হিস্যা বাজারে এঘটনা ঘটায় কমপক্ষে ৪০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে এ ঘটনা ঘটনায় বলে অভিযোগ । এতে বাড়ির লোকজনদের মধ্যে নারীসহ কমপক্ষে ৬ জনকে বেঁধে রেখে মারধর করে তারা ।
বাড়ির মালিক রঞ্জিত কালোয়ার অভিযোগ করেন, প্রতিবেশী গোপাল সাহা, সুশীল সাহা, রিপন সাহা(১), রিপন সাহা(২) রাজ মিস্ত্রি মানিকের নেতৃত্বে কমপক্ষে ৪০ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র রড, কিরিচ, দা, সাবল ও কোদাল নিয়ে প্রথমে তারা বাড়িতে অনধিকার প্রবেশ করে । এরপর ঘুমন্ত লোকজনকে ডেকে তুলে বাড়ি সংলগ্ন কারেন্টের খুঁটি ও গাছের সাথে বেঁধে রেখে মারধর করে। এতে আহত হন, রঞ্জিত কালোয়ার (৬৫), কার্তিক পাল (৫৬), হেমন্তি পাল (৪০), গীতা চক্রবর্তী (৫৫), স্বপন কালোয়ার(৩২)এবং শিশু যুবরাজ তেলি ।
রঞ্জিত কালোয়ার বলেন, প্রতিবেশী হামলাকারীদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা চলছে । ২টি মামলায় আমি ডিক্রি পেয়েছি । জমি সংক্রান্ত ঘটনার জের ধরেই এঘটনা ঘটিয়েছে তারা ।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়েছে । বিষয়টি আমাদের অবগত আছে । অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন