photo

মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

মুক্তাগাছায় শীতকালীন শাক-সবজি- মসলা ও সরিষা নিয়ে ব্যস্ত কৃষক


মনোনেশ দাস : মুক্তাগাছায় বিস্তীর্ণ জমিতে চাষ হয়েছে শীতকালীন শাক-সবজি ও মসলা । আশানুরুপ ফলনও পেয়েছেন কৃষক । ফলন সংগ্রহ অর্থাৎ গাছ থেকে উত্তোলন ও বাজারজাত নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃসক পরিবারের সদস্যরা ।

সরেজমিনের দেখা গেছে, আবাদী জমিতে এবং কৃষদের বাড়ির আঙিনায় ফুলে ও ফসলে ঢাকা শীতকালীন শাক-সবজি ও মসলা ফসল । গাছে গাছে দুলছে বেগুন, করলা, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ব্রোকলি, লাউ, মিষ্টি লাউ, কুমরা, শিম, টমেটো, লাউ, ডাটা, ঝিঙা, পটল, পালংশাক, লাল শাক, পুঁই শাক, পেপে, কাচা মরিচ । এছাড়াও মাটির নীচে গজিয়েছে মূলা, গাজর, শালগম, আলু ,আদা প্রভৃতি ফসল । পাশপাশি বহু ক্ষেতে ছড়াচ্ছে ফলুদের আভা । 

কৃষকরা জানান, গাছ থেকে ফসল সংগ্রহের পর বাজারে বিক্রি করে আশানুরুপ দাম পাওয়া যাচ্ছে ।


মুক্তাগাছা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পৌরসভা এলাকা ছাড়াও উপজেলার দুল্লা, বড়গ্রাম, তারাটি, কুমারগাতা, বঁশাটি, মানকোন, ঘোগা, দাওগাঁও, কাশিমপুর ও খেরুয়াজানি ইউনিয়নে ১৯ হাজার ৩শ’ ৫০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি ও মসলা ফসল চাষাবাদ করা হয়েছে । ৩শ’ ৮০ হেক্টের জমিতে সরিষা চাষ করা হয়েছে ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: এনামুল হক জানান, কৃষি অফিসের পক্ষ থেকে উপ সহকারি কৃষি কর্মকর্তাদের মাধ্যমে শীতকালীন শাক-সবজি, মসলা ফসল ও সরিষা চাষাবাদে কৃষকদের সহযোগীতা করা হচ্ছে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন