photo

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

মুক্তাগাছায় রমজানে টিসিবি নিয়ে মনিটরিং কমিটি


স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় পবিত্র রমজান উপলক্ষ্যে টিসিবির উপকারভোগী বাছাই ও পণ্য বিক্রয় সংক্রান্ত মনিটরিং কমিটির সভা হয়েছে । ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটরিয়ামে এসভা হয় । 

সভায় প্রধান অতিথি ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি । ইউএনও আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, সহকারি কমিশনার ভূমি রুমানা রিয়াজ প্রমুখ ।

উপজেলার প্রতিটি ইউনিয়নে উপকারভোগী বাছাইয়ের মাধ্যমে  ১ হাজার পঞ্চাশটি করে কার্ড বিতরণ করা হবে । সভা শেষে উপজেলা পরিষদ কৃষি অফিসের সামনে কৃষকদের মাঝে কৃষি উকরণ ও যন্ত্রাংশ বিতরণ করেন, প্রধান অতিথি মুক্তাগাছার এমপি খালিদ বাবু ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন