স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় গত ইউপি নির্বাচনে বিরুদ্ধাচরণ করায় দশম শ্রেণিতে পড়–য়া জোবায়ের ইসলাম জিহাদ নামের এক স্কুল ছাত্র ও তার পিতাকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে ।
আজ শনিবার ২৬ ফেব্রুয়ারি বেলা ১২টায় ইউপি সদস্য বিরাজ আলী মেম্বার ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুক্তাগাছা শহরের মেইন রোড ডাকবাংলোর সামনে মানববন্ধন করেছে, দাওগাঁও ইউনিয়নের কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের জিহাদের সহপাঠী শিক্ষার্থীদের একাংশ সহপাঠী আব্দুল্লাহ , শরীফুল ইসলাম, বাতিন মিয়া, সিয়াম, মেহেদী হাসান , সাব্বির, দেলোয়ার সাদ্দাম মিয়াসহ এবং হামলার শিকার জিহাদের পিতা সেকান্দর আলী।
মানববন্ধনে ঘোরশাইলের বাসিন্দা সেকান্দর আলী অভিযোগ করে বলেন, ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে সিয়াম তার সহপাঠী সাব্বিরসহ ৫ জনকে নিয়ে বাড়ি ফিরছিল । পথিমধ্যে প্রাণনাথবাড়ি নবর দোকান এলাকায় দুইনং ওয়ার্ডের মেম্বার বিরাজ আলীর নেতৃত্বে স্থানীয় হেকিম, মিন্টুসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে জিহাদকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখে । এক পর্যায়ে হাত পা বেঁধে মারধর করে । ওদের একজনের মোবাইল নিয়ে জিহাদকে দিয়ে আমার মোবাইলে ফোন করে । দুই লাখ টাকা দাবি করে । নির্বাচনে তোর জন্য এই টাকা অতিরিক্ত খরচ হয়েছে বলে শাঁশায় । তারা ডেকে নিয়ে গিয়ে আমাকেও মারধর করে । এলাকাবাসী আমাদের উদ্ধার করে । সিয়ামকে পাশর্^বর্তী ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । ২৬ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে সিয়ামের চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাই । ঘটনার দিন থানায় লিখিত অভিযোগ করি । মুক্তাগাছা থানার এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিরাজ আলী বলেন, স্কুলের দশম শ্রেণিতে পড়–য়া এক ছাত্রির বাড়ির টিনের চালে ঢিল ছুঁড়ে জিহাদসহ ৪/৫ জন । এঘটনা নিয়ে সেকান্দর আলীর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে । নির্বাচন নিয়ে কিছু হয়নি । থানার এসআই তদন্ত করছেন ।
Casino games from your smartphone – Play casino games online
উত্তরমুছুনAt Mummys Online 경주 출장마사지 Casino, you can play any of the 상주 출장샵 best 하남 출장샵 real 과천 출장샵 money slots and 청주 출장마사지 live dealer games online! We provide the best casino games for you from