photo

রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

মুক্তাগাছায় তৈরি কাঠের রেহাল যায় সারাদেশে


মনোনেশ দাস : কোরআনের পাঠ হয় রেহালে । কোরআনের সম্পর্ক ওতপ্রতোভাবে জড়িত । প্রাচীন কাল থেকেই কাঠের তৈরি রেহাল ব্যবহার হয়ে আসছে । 

বর্তমানে সেই রেহাল প্লাস্টিক আর প্রোসেস বোর্ডের দাপটে এবং হাতের নাগালে সহজলভ্য হওয়ায় কাঠের তৈরি রেহাল হারিয়ে যেতে বসেছে । 



ময়মনসিংহের মুক্তাগাছায় কাঠের তেরি রেহাল সংস্কৃতি ধরে রাখা, তৃণমূল মানুষের জীবন জীবিকা অর্থাৎ কর্মসংস্থান ও স্থানীয় চাহিদা মিটিয়ে বাণিজ্যিক বিক্রিও হচ্ছে । উপজেলার গাবতলীর একটি মহিলা মাদ্রাসার মুফতি আব্দুল মালেক দোকানে রেহাল ঘর স্থাপনের মাধ্যমে স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানিরও করছেন। 

২০১৫ সালে শুরু করেছেন । আকারে ছোট রেহাল ২৬০ টাকা, মাঝারি ২৮০ টাকা এবং নকশায় তৈরি রেহাল ৫২০ টাকায় বিক্রি হচ্ছে ।

ঢাকা, সিলেট, জামালপুর, শেরপুরসহ বিভিন্ন স্থানে রফতানি করছেন । অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদানের পাশাপশি তার সাথে যুক্ত আছেন ১০ থেকে ১২ জন শ্রমিক । মুক্তাগাছায় তৈরি কাঠের রেহাল গুণগত মানে ভাল বিশ্বাসযোগ্যতা ও কাঠের গুণগত মান রেখে আস্থা অর্জন করেছেন বলে জানায় স্থানীয় হযরত আলী ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন