photo

শনিবার, ৫ মার্চ, ২০২২

মুক্তাগাছায় জন্ম নিবন্ধনে টাকা নেয়ায় নোট রাখলেন ইউএনও


 মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা, ৫ মার্চ , ২০২২

মুক্তাগাছায় জন্ম নিবন্ধনে টাকা নেয়া এবং দুই সপ্তাহ বা ততোধিক সময় নেয়ার অভিযোগ উঠে । অভিযোগের প্রেক্ষিতে নোট রেখেছেন বলে জানিয়েছেন, ইউএনও আব্দুল্লাহ আল মনসুর । 

আজ শনিবার পৌনে তিনটার দিকে সামাজিক মাধ্যমে ফেসবুকে উপজেলা নির্বাহী অফিসারের আইডি থেকে এক স্ট্যাটাসে বলেন, নোট রাখলাম এর পরদিন গিয়ে এখানে ফিডব্যাক দিন । 

সম্প্রতি উপজেলার পৌরসভা ও ১০ টি ইউনিয়নে জন্মনিবন্ধনে হয়রানি এমন অভিযোগ সামাজিক ও গণমাধ্যমে । 

ভূক্তভোগীদের আশরাফুল ইসলাম অভিযোগ করেন,  অভিযোগ, ৬ নং মানকোন ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে গিয়ে প্রতিটি সনদ বাবদ ২৫০ টাকা বা তারচেয়ে বেশি টাকা দিয়ে ১৫প্লাস দিন ঘুরে বাদ দিছি। বিষয়টা এমন হয়ে দাড়িয়েছে মানুষ এটার কথা শুনলেই ভয়ে কেপে উঠে হয়রানির জন্য।

তোফাজ্জল হোসেন আকন্দ হিরা অভিযোগ করেন, কাশিমপুর ইউনিয়নে দেড়শ থেকে দুইশ’ টাকা লাগে ।

ইউএনও জানান, কারণটা জানতে হবে আসলেই ভোগান্তি নাকি না জেনে ভোগান্তির অভিযোগ। যদি অভিযোগ সত্য হয়, তাহলে সেই ভোগান্তি কমানোর জন্যই এই পোস্ট। আর যদি কেউ অন্যায় আবদ ভোগান্তির অভিযোগ করেন, সেক্ষেত্রে কিছু করনীয় নেই। আপনার মতামতকে আমরা শ্রদ্ধা করি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন